নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ১৪,সেপ্টেম্বর :: দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (ডিএসপি) উচ্ছেদ অভিযানের প্রাক্কালে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরে। পাঁচিল ঘেরার কাজের শুভ সূচনা করতে এসে বিপাকে পড়ে ডিএসপি কর্তৃপক্ষ।
ডিএসপি’র জমিতে বসবাসকারী কয়েক হাজার তামলা ও ফরিদপুর এলাকার বাসিন্দারা ডিএসপি’র কাজ বন্ধ করে দেয়। ঘটনাকে কেন্দ্র করে ডিএসপি’র সিআইএসএফ ও এলাকাবাসীর সাথে বচসা শুরু হয়। সিআইএসএফ এলাকাবাসী’কে লাঠিচার্জ করার অভিযোগ ওঠে। কয়েকজন এলাকাবাসী আহত হয় বলে দাবি।
গান্ধী মোড় থেকে মায়া বাজার যাওয়ার রাস্তা অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ করছে ক্ষুব্ধ এলাকাবাসী |ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিস বাহিনী ও কমব্যাট ফোর্স।