কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১৪,সেপ্টেম্বর :: মালদা বিভাগের রেলওয়ে প্রোটেকশন ফোর্সের আধিকারিকরা ফারাক্কা জেভিয়ার্স স্কুলে ট্রেনে পাথর নিক্ষেপ,অনুপ্রবেশএবং রেলওয়ে আইনের বিষয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে ফারাক্কা জেভিয়ার্স স্কুলের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আর পি এফ -এর আধিকারিক ও কর্মীরা লেভেল ক্রসিং-এ কীভাবে দুর্ঘটনা এড়াতে হয় সে বিষয়ে ছাত্রদের সচেতন করেন। চলন্ত ট্রেনে পাথর ছোড়ার পরিণতি এবং শাস্তিমূলক ধারা, রেলওয়ে ট্র্যাক ক্রসিংয়ে এবং
বন্ধ লেভেল ক্রসিং সচেতনতার সাথে পারাপার করা, অ্যালার্ম চেইন পুলিং থেকে বিরত থাকা সেইসঙ্গে মাদক ব্যবসায়ীদের সম্পর্কে সচেতন হতে হবে এবং চলন্ত ট্রেনে অচেনা ব্যক্তির থেকে খাবার খাওয়া থেকে বিরত থাকা।
স্কুলের পাশাপাশি বিভিন্ন স্টেশনেও এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে মালদা বিভাগের রেলওয়ে আরপিএফের দ্বারা।