কৌশিকী অমাবস্যার জেরে সমুদ্রে জলোচ্ছ্বাস পর্যটকদের উপছে পড়া ভিড় গঙ্গাসাগরে

সুদেষ্ণা মন্ডল  ::: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: শুক্রবার ১৫,সেপ্টেম্বর :: নিম্নচাপ ও কৌশিকী অমাবস্যা জোড়া ফালায় উত্তাল সমুদ্র। ইতিমধ্যেই অমাবস্যার ভরা কোটালে জেরে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন উপকূল তীরবর্তী এলাকার নদী ও সমুদ্রতে দেখা দিয়েছে জলোচ্ছ্বাস।

কৌশিকী অমাবস্যার কারণে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গণে ভিড় জমিয়েছে ভিন্ন রাজ্যের বহু পর্যটকেরা। কৌশিকী অমাবস্যাতে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরে চলছে বিশেষ পুজো অর্চনা। গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরে পুজো দিতে ভিন রাজ্য থেকে বহু তীর্থযাত্রীরা গঙ্গাসাগরে ভিড় জমিয়েছে।কৌশিকী অমাবস্যার কারণে উত্তাল হয়ে গিয়েছে বঙ্গোপসাগর। অমাবস্যার ভরা কোটাল এর কারনে গঙ্গাসাগরের জলোচ্ছ্বাস আর এই জলোচ্ছ্বাস উপভোগ করছে গঙ্গাসাগরে আশা পুণ্যার্থী থেকে শুরু করে পর্যটকেরা।

শুধু গঙ্গাসাগর নয়, বকখালি ও মৌসুমী দ্বীপে অবস্থা একই রকম জলোচ্ছ্বাস উপভোগ করতে বহু পর্যটকেরা এসে ভিড় জমিয়েছে। পর্যটক ও পূর্ণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় কথা মাথায় রেখে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে চলছে নজরদারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − seven =