সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: শনিবার ১৬,সেপ্টেম্বর :: শনিবার ছিল আন্তর্জাতিক উপকূল পরিছন্নতা দিবস। সাধারণত সেপ্টেম্বর মাসে তৃতীয় শনিবার এই দিনটি উদযাপন করা হয় গোটা বিশ্ব জুড়ে। গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই দিনটি উদযাপন করা হল গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গণ চত্বরে।
কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল সেন্টার ফর পোস্ট রিসার্চ অফ সাইন্স দফতরের পক্ষ থেকে এই দিনটি পালন করা হয় । কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ও ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা গঙ্গাসাগরে কপিলমুনির মন্দির প্রাঙ্গণ সহ সাগরের সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হাত লাগান ।
মূলত মেলা প্রাঙ্গণ ও কপিল মুনির মন্দির সংলগ্ন স্নান ঘাট গুলিতে যে সকল আবর্জনা রয়েছে সেই সকল আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করাতে হাত লাগান ওই ছাত্র-ছাত্রীরা। পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে পরিবেশকে রক্ষা করার একমাত্র লক্ষ্য এই ছাত্রছাত্রীদের। এদিনের এই কর্মসূচিতে হাত লাগিয়েছে সাগর ব্লকের বেশ কিছু স্কুলের ছাত্র-ছাত্রীরাও ।