নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: রবিবার ১৭,সেপ্টেম্বর :: নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মালিঘাটা বানপুর মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লি নির্মাণের আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত সাংসদ জগন্নাথ সরকার।
মালিঘাটা বানপুর সীমান্তবর্তী এলাকা হওয়ার সুবাদে এই মহাশ্মশানে পার্শ্ববর্তী মাজদিয়া, কৃষ্ণগঞ্জ, বানপুর গোবিন্দপুর গেদে এলাকা সহ বিভিন্ন জায়গা থেকে মৃত ব্যক্তির পরিবার-পরিজনেরা মরাদেহ দাহ করতে নিয়ে আসেন।
কিন্তু এতদিন শ্মশানে কোন বৈদ্যুতিক চুল্লির ব্যবস্থা ছিল না বলে মৃত ব্যক্তির পরিবার-পরিজনদের শবদেহ দাহ করতে অসুবিধার সম্মুখীন হতে হতো। মূলত সেই কথা মাথায় রেখে সম্প্রতি আইআরসিটিসির কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি ফান্ড থেকে ৪২ লক্ষ টাকা ব্যয় বৈদ্যুতিক চুল্লিটি নির্মাণ কার্য শুরু করা হবে বলে এদিনের চুল্লি উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে এসে জানান রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার।