কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৭,সেপ্টেম্বর :: অবশেষে মালদহ পেলো রাজধানী এক্সপ্রেস ট্রেন।ফলে দিল্লির যাওয়ার সময় কমলো।এবার ১৯ ঘন্টায় মালদহ থেকে দিল্লি যাওয়া যাবে। রবিবার রাজধানী এক্সপ্রেস ট্রেনের টিকিট বুকিং শুরু হলো। এদিন সাংসদ ও বিধায়ক প্রথম টিকিট নেয়। যদিও ট্রেনটি ২০২৪ সালের ১৬ জানয়ারী থেকে মালদহ টাউন হয়ে চলাচল করবে।
দীর্ঘ দিন ধরেই মালদাবাসীর দিল্লি যাওয়ার জন্য রাজধানী এক্সপ্রেসের দাবি ছিল।আগরতলা-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসটি এত দিন বাংলায় ঢুকে কেবলমাত্র নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়াত। তার পরে আবার দাঁড়াত বিহারের কাটিহার জংশনে। মালদহ থেকে দিল্লি যাওয়ার অন্য কয়েকটি ট্রেন আছে অবশ্য।কিন্তু তাতে সময় বেশি লাগে। তাই রাজধানীর মতো দ্রুতগামী ট্রেনের দাবি অনেক দিন ধরেই জানিয়ে আসছিলেন মালদাবাসী।