নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: সোমবার ১৮,সেপ্টেম্বর :: বিমান বন্দরে সাংসদ দিলীপ ঘোষ বলেন বিরোধীদের ইন্ডিয়া জোটে সমন্বয় কমিটিতে বামেদের অনুপস্থিতি ও পশ্চিমবঙ্গ এবং কেরালায় তৃণমূল ও কংগ্রেসের বিরুদ্ধে তাদের লড়াই নিয়ে তিনি বলেন জোটটা তো আপনাদের খবর করার জন্য লোককে দেখানো হয়েছে, জোট হবে না ঘোট হবে ।
আরো ভবিষ্যৎ আসুক কিন্তু এরা যারা পরস্পর বিরোধী স্বার্থের লোক তারা এক জায়গায় কি করে থাকতে পারে, তারপরে জেড ইউ-র লোকেরা বলছে একমাত্র ওনাদের নেতা নীতিশ বাবু সৎ ব্যক্তি, বাকি সব দাগি । তো বাকিদের দাগিয়ে দিয়েছো ওরা নিজেদের মধ্যে ভরসায় নেই ।
রাহুল গান্ধী বলছেন একমাত্র আর এস এস পারে মোদিকে সরাতে তারাও পারবেন না জোট পারবেনা কংগ্রেস ও পারবে না। ওদের যে মন্তব্য আসছে পরস্পর বিরোধী আপ বলছে সব জায়গায় ক্যান্ডিডেট দেব ।সিপিএম বলছে এদের সঙ্গে যদি হাত মেলাই যা দু চার শতাংশ ভোট আছে সেটাও চলে যাবে মানুষ জেনে যাবে সবাই ধান্দাবাজ।