নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: সোমবার ১৮,সেপ্টেম্বর :: চলন্ত ট্রেনেই পূজো, চলন্ত ট্রেনেই প্রসাদ বিতরণ। যদিও বিগত কয়েক বছর ধরে বিশ্বকর্মা পুজোর দিনে একইভাবে পুজো হয়ে আসছে ট্রেনের ভেতরেই। নদীয়ার শান্তিপুর রেল স্টেশনের লোকাল ট্রেনের ঘটনা।
আজ বিশ্বকর্মা পুজো। সকাল ৭ঃ২৬ শান্তিপুর শিয়ালদা ডাউন লোকাল ট্রেনের প্রথম কম্পার্টমেন্টের ডেলি প্যাসেঞ্জার দের উদ্যোগে এই বিশ্বকর্মা পূজোর আয়োজন করা হয়। সকালে শান্তিপুর স্টেশনে আপ শান্তিপুর লোকাল পৌঁছাতেই গোটা ট্রেনকে সাজানো হয় ফুল দিয়ে ।
এরপর প্রথম কম্পার্টমেন্টের ভেতরে বিশ্বকর্মা প্রতিমাকে সুসজ্জায় সাজিয়ে পুরোহিত দিয়ে পূজো করা হয়। তবে অন্যান্য যাত্রীদের যাতে কোন অসুবিধা না হয় সেই দিকে অনেকটাই নজর দেওয়া হয়। তবে চলন্ত ট্রেনের ভেতরে বিশ্বকর্মা পুজো দেখতে দেখতে গন্তব্যস্থলে যাওয়া যাত্রীরা অনেকেই খুশি হন।
জানা যায়, শান্তিপুর থেকে শিয়ালদা যাওয়ার মাঝামাঝি নদীয়ার কল্যাণী স্টেশন আসতেই শুরু হয় প্রসাদ বিতরণ, এরপর ট্রেন শিয়ালদা পৌঁছাতেই ট্রেন থেকে নামিয়ে নেওয়া হয় প্রতিমাকে। যদিও চলন্ত ট্রেনের ভেতরে এই বিশ্বকর্মা পুজো নদীয়ায় এই প্রথম এমনটাই জানাচ্ছেন উদ্যোগকারী ডেলি প্যাসেঞ্জারের সদস্যরা।