নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১৮,সেপ্টেম্বর :: দুদিন আগেই নির্মিত হয়েছে পিচের রাস্তা।দূর দেখলে মনে হবে ঝা চকচকে ।কিন্তু না, দাড়িয়ে দেখলেই চক্ষু চড়ক গাছ হবে আপনার।দুদিনের মধ্যেই রাস্তার বুক চিরে গজিয়েছে সবুজ ঘাস।শুধু তাই নয়,হাত দিলেই খুবলে বেরিয়ে আসছে মাটি।
এঘটনা মালদার চাঁচল-২ নং ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হারোহাজরা গ্রামের।সেখানে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।অর্ধেক কাজ হতেই মানুষ রুখে দাড়িয়েছে।সরজমিনে গিয়ে জানা গিয়েছে রাস্তাশ্রী প্রকল্পে প্রায় দেড় কিমি পিচের রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় চল্লিশ লক্ষ টাকা।
এদিকে নিম্নমানের কাজ দেখেই রুখে দাড়িয়েছে এলাকাবাসী।কাজ বন্ধ করে প্রশাসনকে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন তারা। এমনকি রাস্তা সঠিকভাবে মেরামতের দাবিতে বিক্ষোভও দেখিয়েছেন এলাকার মানুষজন। তাদের দাবি,এইভাবে রাস্তা নির্মাণ হলে কয়েক মাসেই ভেঙে চুরমার হয়ে যাবে।
যদিও গ্রামবাসীকে আশ্বস্ত করেছেন ওই এলাকার স্থানিয় মালদহ জেলাপরিষদের সদস্যা রেহেনা পারভিন।তিনি কাজটি পরিদর্শনে যাবেন।অনিয়ম হলে তিনি প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন করবেন।মহকুমা প্রশাসন ব্লক প্রশাসনকে কাজটি খতিয়ে দেখতে বলবেন বলে জানিয়েছেন।
রাজ্য সরকারের রাস্তাশ্রী প্রকল্পে অনিয়মের অভিযোগ সামনে আসতেই কটাক্ষ ছুড়েছেন বিরোধীরাও।তবে উন্নয়নের বার্তা দিতে ছাড়েনি শাসকদল তৃণমূলও।