নদিয়ায় ডেঙ্গিতে মৃত্যু কলেজ ছাত্রীর।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: বুধবার ২০,সেপ্টেম্বর :: নদিয়ায় ডেঙ্গিতে মৃত্যু কলেজ ছাত্রীর। কলেজ ছাত্রীর নাম সুস্মিতা মন্ডল বয়স কুড়ি বছর। রানাঘাট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। চিকিৎসার গাফিলতি রানাঘাটের বেসরকারি নার্সিংহোম শিবারতীর বিরুদ্ধে। চিকিৎসার গাফিলতিতে মৃত্যু দাবি পরিবারের।

রানাঘাটের ওই শিবারতী নার্সিংহোম সঠিক চিকিৎসা করেনি চিকিৎসায় রয়েছে গাফিলতি। নার্সিংহোমে ভালো চিকিৎসক নেই দাবি মৃত কলেজ ছাত্রীর পরিবারের। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ছাত্রীর বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত পুলতা গ্রামে। কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল ওই কলেজ ছাত্রী।

তাকে প্রথমে হবিবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। ছাত্রীর পরিবারের লোকজন ভালো চিকিৎসার জন্য তাকে রানাঘাট শীবারতি নার্সিংহোমে ভর্তি করেন।তার পর থেকেই শুরু হয় চিকিৎসার গাফিলতি।

যখন পরিস্থিতি আশংকা জনক হয় তখন ওই কলেজ ছাত্রীকে নার্সিংহোম থেকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার আগেও নার্সিংহোম এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। পরবর্তীতে পরিবারের পরিজনেরা তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিচকরা সাফ জানিয়ে দেন চিকিৎসার গাফিলতির জন্যই আশঙ্কা জনক অবস্থা হয়েছে ওই ছাত্রীর।

রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসা শুরু হলেও কিছু সময়ের মধ্যেই মৃত্যু হয় ওই কলেজ ছাত্রীর। ছাত্রীর মৃত্যু ঘিরে ভেঙে পড়েছে গোটা পরিবার। শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। রানাঘাটের শিবারুতি নার্সিংহোম এর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছিল রোগী মৃত্যুর ক্ষেত্রে।

আবারো এই কলেজ ছাত্রীর মৃত্যু একাধিক প্রশ্ন চিহ্নের মুখে রানাঘাটের ওই বেসরকারি নার্সিংহোম। চিকিৎসার নামে অর্থ ব্যয় করে নিঃস্ব হয়ে যাচ্ছে একের পর এক পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =