নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: ওড়িশা ও অন্ধ্র উপকূলে কড়া নাড়ছে নিম্নচাপ। যার প্রভাব পড়তে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায়। এদিন সকাল থেকে আকাশের মুখ ভার। সঙ্গে রয়েছে অস্বস্তির আবহাওয়া। অন্যদিকে বর্ষা বিদায়ের রেখা এখনও কৃষ্ণনগরের ওপরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস |
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৭ অক্টোবর রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা আর্থাৎ ১৮ অক্টোবর সোমবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আগামী কয়েকদিন উত্তরবঙ্গে একই পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। মঙ্গলবার এবং বুধবার নাগাদ আলিপুরদুয়ার এবং কোচবিহারের ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। এছাড়া আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও পরবর্তী ২-৩ দিনে তাপমাত্রা ২-৩ দিন কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।