নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ২০,সেপ্টেম্বর :: কলকাতা বিমানবন্দরের আড়াই নম্বর গেটের কাছে সন্দেহভাজন গাড়ি আটক করল শুল্ক দপ্তর। কলকাতা বিমানবন্দরের কার্গ থেকে একটি গাড়ি যে সময় বেরিয়ে যাচ্ছিল সেই সময় শুল্ক দপ্তরের আধিকারিকরা ধাওয়া করে গাড়িটিকে ধরে ফেলে ।
এরপরেই গাড়িতে যারা ছিল তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে গাড়ি ছেড়ে । সেই সময় শুল্ক দফতরে আধিকারি এবং বিধাননগর ট্রাফিক গার্ডের পুলিশ তাদের ধরে ফেলে। গাড়িটিকে নিয়ে আসা হয় এনএসসিবিআই থানায় । পুরো গাড়িটি তল্লাশি চালানো হয় ।
শুল্ক দফতরের আধিকারিকদের কাছে খবর ছিল ওই গাড়িতে করে বিদেশি সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের পক্ষ থেকে শুল্ক দফতরে আধিকারিকদের সামনেই তল্লাশি করে বিধাননগরের এনএসসিবিআই থানার পুলিশ।
এই ঘটনার পর এয়ারপোর্ট ডিভিশনের ডিসি ঐশ্বরিয়া সাগর জানান , তাদের কাছে কোন ইনফরমেশন না দিয়ে শুল্ক দফতর একটি গাড়িকে ধাওয়া করে । পরে বিধাননগর ট্রাফিক গাড়িটিকে আটক করে। এর পর এনএসসিবিআই থানায় নিয়ে আসে।
এর পর গাড়ির মধ্যে কি কি আছে তা খতিয়ে দেখে পুলিশ ও শুল্ক দফতর। গাড়ির মধ্যে দেখা যায় বিদেশি নামি দামি সংস্থার জুতো জামা কাপড়, কসমেটিকস গুডস, ও ইমিটেশন এর গহনা।