মুর্শিদাবাদের গোপালনগরে আট বছর ধরে আইসিডিএস এর সেন্টারের রান্নার জায়গা ও পঠন পাঠন এর স্থান জঙ্গলে পরিণত হয়েছে ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ২১,সেপ্টেম্বর :: মুর্শিদাবাদের গোপালনগর ৩৪ নম্বর প্রাইমারি স্কুল ও আই সি ডি এস সেন্টারের বেহাল দশা, বিগত আট বছর ধরে আইসিডিএস এর সেন্টারের রান্নার জায়গা ও পঠন পাঠন এর স্থান জঙ্গলে পরিণত হয়েছে ।

বিগত আধিকারিকদের এই বিষয় নিয়ে দৃষ্টি আকর্ষণ করলেও কোন প্রকার কাজ তারা করতে পারেনি, রান্নার আশেপাশের জঙ্গলে পরিপূর্ণ। সাপ বিচ্ছুর ভয় ও আতঙ্ক লেগে আছে আর তাতেই শিশুরা পঠন পাঠন এবং খাওয়া দাওয়া চলছে এই নিয়ে বলা যায় আইসিডিএস এর অবস্থা শোচনীয়।

বর্তমান অঞ্চলের প্রধানকে এ বিষয় নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি সশরীরে গিয়ে আইসিডিএস স্কুল পর্যবেক্ষণ করেন এবং সংস্কার করে দিবেন বলে আশ্বাস প্রদান করেন । আইসিডিএস স্কুলের অবস্থা শোচনীয় ৮বছর ধরে সংস্কারের আশ্বাস বর্তমান প্রধানের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 8 =