নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: শনিবার ২২,সেপ্টেম্বর :: যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরও কি মশার আঁতুড়ঘর !! জানতে পরিদর্শনে গেলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিটি গেট এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা।
সঙ্গে ছিলেন স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা, স্থানীয় কাউন্সিলর, বরো ১০ এর চেয়ারম্যান জুঁই বিশ্বাস। এছাড়াও ছিলেন সঙ্গে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় রেজিস্টার স্নেহমঞ্জু বসু। যাদবপুরে বন্ধ ফ্যাক্টরিও পরিদর্শন করবেন ডেপুটি মেয়র।
পাওয়া গেল যাদবপুর বিশ্ববিদ্যালয় এর, বিভিন্ন জায়গায় মশার লার্ভা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যত্রতত্র পড়ে রয়েছে ময়লা আবর্জনা, পড়ে রয়েছে আঢাকা জিনিসপত্র, চারি জায়গায় বন-জঙ্গলে ভর্তি সেখান থেকেই জন্ম নিচ্ছে মশার লার্ভারা।
জার জেরে এবার কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের কড়া নির্দেশ বিশ্ববিদ্যালয় এর কর্তৃপক্ষকে – আগামী কয়েকদিনের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর কে ডেঙ্গু থেকে মুক্ত করতে কড়া পদক্ষেপ এবার পুরসভার।