নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শনিবার ২৩,সেপ্টেম্বর :: জলমগ্ন সেতু পারাপার করতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল চালক, কয়েক জন যাত্রী সহ একটি ট্রাক্টর। শুক্রবার মেজিয়ার রামচন্দ্রপুর এলাকার ঘটনা। যদিও অল্পের জন্য চালক সহ অন্যান্য যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, রামচন্দ্রপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দামোদরের শাখা নদী, স্থানীয়দের কাছে যা ‘রামচন্দ্রপুর জোড়’ নামেই পরিচিত। গত কয়েক দিনের বৃষ্টিতে রামচন্দ্রপুর জোড়ের সেতু জলমগ্ন হয়ে পড়ে।
এদিন মেজিয়ার দিক থেকে রামচন্দ্রপুর যাওয়ার সময় ওই জলমগ্ন সেতু পার হতে গিয়ে একটি ট্রাক্টর জলের তোড়ে ভেসে যায়। চালক সহ ট্রাক্টরে থাকা বেশ কয়েক জন যাত্রী সাঁতার জানায় তারা প্রত্যেকেই সাঁতরে পাড়ে ওঠেন।
স্থানীয় বাসিন্দা নীতিশ চক্রবর্ত্তী বলেন, ওই ট্রাক্টরটি ভেসে গেলেও চালক সহ যাত্রীরা সকলেই সুরক্ষিত আছেন। প্রাণের ঝুঁকি নিয়েই আমাদের যাতায়াত করতে হয়। উঁচু সেতু হলেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে তিনি জানান।