দানিস আলী :: সংবাদ প্রবাহ :: হুগলি :: রেললাইনের পাশে ভিডিয়ো রেকর্ডিং করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। শুক্রবার বিকেলে ভদ্রেশ্বরে এই ঘটনা ঘটেছে।
ট্রেন লাইনের পাশে দাঁড়িয়ে ভিডিয়ো করছিল দুই বন্ধু। তারা ছিল লাইনের থেকে কিছুটা দূরত্বে। আর লাইনের একেবারে পাশে দাঁড়িয়ে ছিল তৃতীয় জন। ভিডিয়োয় মগ্ন তিনজনের কেউ খেয়াল করেনি, তীব্র গতিতে ছুটে আসছে ট্রেন। মুহূর্তের ভুলে সেই ট্রেনই ধাক্কা মারল লাইনের কাছে দাঁড়িয়ে থাকা কিশোরটিকে। ছিটকে পড়ল দেহ। রক্তাক্ত অবস্থায় তাকে দেখা গেল সেই ভিডিয়োতেই। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম ধীরজ পটেল (১৬)। ভদ্রেশ্বর রেল বস্তির বাসিন্দা সে। দশমীর দিন বিকেলে ধীরজ ও তার দুই বন্ধু মিলে রেল লাইনের ধারে একটি ভিডিয়ো করতে যায়। কিন্তু সেই ভিডিয়ো রেকর্ডিং করার সময়েই আপ তিন নম্বর লাইনে ব্যান্ডেলগামী একটি লোকাল ট্রেন তীব্র গতিতে ছুটে আসছিল। ভিডিয়োয় দেখা গিয়েছে, একাধিকবার হর্ন বাজিয়েছিলেন চালক। কিন্তু তাতেও হুঁশ ফেরেনি ধীরজদের। পিছন থেকে এসে ধাক্কা মারে ট্রেন।
তথ্যসূত্র ও ছবি :: আনন্দ বাজার পত্রিকা