নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২৪,সেপ্টেম্বর :: পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লকের মিরপুরের মলয়এর গুমটি থেকে ট্রান্সফর্মার পর্যন্ত বিস্তৃত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। এই রাস্তাটি দিয়ে বিদ্যালয়ে যায় মীরপুর জুনিয়ার হাই স্কুল ও মীরপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের রোজই রাস্তা দিয়ে যেতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়। একটু বৃষ্টি হলেই রাস্তাটির অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে, যেকোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে ছাত্র-ছাত্রীরা। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের এবার অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
অবশেষে বেহাল রাস্তা পরিদর্শনে এলেন রায়না ২ নম্বর ব্লকের বিডিও অনিশা যশ ও পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন। তিনি আশ্বাস দিয়েছেন এই রাস্তাটি দ্রুত নতুন করে নির্মাণ করা হবে । বিডিও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলেন । বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটি নতুন করে নির্মাণ হওয়ার আশ্বাস পেয়ে খুশি দুটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা।