মালদহ জেলার বিভিন্ন দল গুলোকে নিয়ে আয়োজিত হল ডিস্ট্রিক্ট প্রো কবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৪,সেপ্টেম্বর :: কবাডির প্রতি নতুন প্রজন্মের উৎসাহ বাড়াতে ও বুদ্ধিমত্তা, শক্তি ও কৌশলের জনপ্রিয় এ খেলাটি টিকিয়ে রাখতে মালদা জেলা কবাডি অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সহযোগিতায় জেলার বিভিন্ন দল গুলোকে নিয়ে আয়োজিত হল ডিস্ট্রিক্ট প্রো কবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩।

পুরুষ এবং মহিলা বিভাগের অনূর্ধ্ব -২০ এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ২৪ টি দল এবং মহিলা বিভাগের ছটি দল অংশগ্রহণ করে। শনিবার মালদার স্থানীয় বৃন্দাবনী ময়দানে বৃষ্টিস্নাত মাঠে এই খেলা শুরু হয়। আগামীকাল রবিবার এই খেলার পুরুষ এবং মহিলা বিভাগের সেমিফাইনাল ফাইনাল খেলা ।

এ বিষয়ে জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি শান্তনু সাহা বলেন, মালদা জেলা কাবাড অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনূর্ধ ২০ বালক এবং বালিকা বিভাগে জেলা ভিত্তিক কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু করেছি। ছেলেদের বিভাগে মোট ২৪ টি দল এবং মেয়েদের বিভাগে ৬টি দল অংশগ্রহণ করেছে রবিবার এই প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল খেলা ।

এছাড়া রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য পুরুষ এবং মহিলাদের দল নির্বাচন করা হবে এই খেলার মধ্য দিয়ে। আমাদের আশা আগামী দিনে মালদা জেলায় কাবাডি খেলা জনপ্রিয় হবে কারণ ইতিমধ্যে পুরুষ বিভাগে মালদাহের ৬ জন বাংলা দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − three =