নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোয়ালপোখর :: রবিবার ২৪,সেপ্টেম্বর :: টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ২ নম্বর ব্লকের বারোটিয়া এলাকা। মহানন্দা নদীর জলে প্লাবিত হয়েছে বারোটিয়া গ্রাম। রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে নদীর জল।
জলের স্রোত এতটাই রয়েছে রাস্তা কেটে চাকুলিয়া ও কানকির সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে বলে আশঙ্কা করছে গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ কালভার্ট নির্মাণ না করে সেতু তৈরি করলে এই সমস্যা হতো না।
ইসলামপুর ব্লকের রামপুর এলাকায় কালভার্টের উপর দিয়ে বয়ে যাচ্ছে জল। যাতায়াতের সমস্যায় সাধারণ মানুষের দুর্ভোগ। বন্যার আতঙ্কে রয়েছে গোটা উত্তর দিনাজপুর জেলা।