নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: বৃহস্পতিবার ২৭,সেপ্টেম্বর :: দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ কম থাকবে। ২৭ ও ২৮ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই বললেই চলে।২৯ তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা । কলকাতার ক্ষেত্রে ২৮ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
২৯ তারিখ থেকে কলকাতায় বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা। ৩০ তারিখ নাগাদ পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগোবে। ২৯ তারিখ থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনার কারণ হচ্ছে একটি ঘূর্ণাবর্ত এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ।উত্তরবঙ্গে আগামী ৪-৫ দিন বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই।