নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাঙর :: বৃহস্পতিবার ২৭,সেপ্টেম্বর :: ঘটনাটি ঘটেছে ভাঙর ২-নম্বর ব্লকের শানপুকুর এলাকায়। আইএসএফ নেত্রীর অভিযোগ মঙ্গলবার সন্ধ্যায় ভাঙ্গড় ২- নম্বর বিডিও অফিস থেকে বাড়ি ফেরার পথে তার গাড়িটি খারাপ হয়ে যায়।
বেশ কিছুটা সময়ের পরে গাড়ি ঠিক করে তিনি যখন সেই সময় শানপুকুর এলাকার কাছে আসতে না আসতেই তার উপর হঠাৎই পিছন দিয়ে দুজন দুষ্কৃত মোটরসাইকেল নিয়ে এসে হামলা চালায় বলে অভিযোগ। পিছন দিক দিয়ে তার শরীরে কিছু দিয়ে আঘাত করে বলেও জানান । মেরে ফেলা চক্রান্ত করা হয়েছিল বলে তার অভিযোগ ।
রীতিমতো তাকে পঞ্চায়েত ভোটের আগে বা পরে থেকে হুমকি দেওয়া হতো বলে তিনি জানান সবটাই শাসকদলের বিরুদ্ধে অভিযোগ । তিনি আইএসএফ পঞ্চায়েত সমিতির সদস্য আসমা খাতুন। এরপর তিনি বাড়িতে ফিরেই রাতে কয়েকজন কর্মীকে নিয়ে আহত অবস্থায় জিরেনগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসেন চিকিৎসার জন্য।
যারা হামলা চালিয়েছে তারা সকলেই তৃণমূলের কর্মী বলে দাবি আইএসএফ নেত্রী আসমা খাতুনের। এই ঘটনায় কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । তবে এবিষয়ে এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।