সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: বৃহস্পতিবার ২৮,সেপ্টেম্বর :: ভোটের সময় বেহাল রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল বেশ কয়েকবার। চার বছর কেটে গিয়ে যাওয়ার পরেও সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ হয়নি। বাধ্য হয়েই কার্যত আন্দোলনের পথ বেছে নিল গ্রামবাসীরা।
বেহাল রাস্তায় কার্যত ধান গাছ পুঁতে অভিনব আন্দোলনের স্বাক্ষী হল দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের রাম করচর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামের ঘোলা পাড়ার কয়েকশো বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায় কৃষ্ণনগর গ্রামে ঘোলা পাড়া এলাকায় প্রায় ৮০০ মিটারের মতন রাস্তার বেহাল দশা ছিল দীর্ঘদিন ধরে। বেহাল রাস্তার কারণে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের। গ্রামবাসীদের অভিযোগ বেহাল রাস্তা থাকার কারণে গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না এর ফলে প্রসূতি মায়েদের ও রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কার্যত বিকল্প পদ্ধতি ব্যবহার করতে হয়।
এই রাস্তা থেকে প্রতিদিনই ৫টি থেকে ৬টি গ্রামের মানুষ যাতায়াত করে। এই রাস্তা বেহাল থাকার কারণে গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। স্কুলের ছাত্র-ছাত্রীদের স্কুলে যেতেও অসুবিধা হয়। বারবার প্রশাসনকে জানিও কোনরকম সূরাহা হয়নি কার্যত বাধ্য হয়েই আমরা এই আন্দোলনের পথ বেছে নিয়েছি। প্রশাসনের কাছে আমাদের দাবি যত দ্রুততার সম্ভব এই রাস্তা মেরামতির কাজ করুক স্থানীয় পঞ্চায়েত সদস্যরা।