বিষধর সাপের কামড়ে ১০ বছর বয়সী এক কিশোরের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: শুক্রবার ২৯,সেপ্টেম্বর :: বিষধর সাপের কামড়ে মৃত্যু হল ১০ বছর বয়সী এক কিশোরের ঘটনায় শোকের ছায়া পরিবারসহ গোটা এলাকায়। ঘটনাটি নদীয়ার শান্তিপুর বাবলা গোবিন্দপুর উত্তর কায়স্থ পাড়ার। জানা যায় মৃত কিশোরের নাম নারায়ন দেবনাথ। ওই কিশোর চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করত।

গতকাল রাত্রি দশটা নাগাদ ওই কিশোর ও তার মা সন্ধ্যা দেবনাথ মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়েছিলেন, হঠাৎই কিশোরের ঘুম ভেঙে যায়। চোখ ফেরাতেই দেখে ঘরের ভেতরে একটি সাপ রয়েছে। প্রতিবেশীদের জানাতেই ছুটে আসে এক ব্যক্তি, সেও এসে দেখে ঘরের ভেতরে রয়েছে একটি সাপ। যদিও সাপটিকে ঘরের ভেতর থেকে বের করে দেওয়া হয়।

পরবর্তীতে মধ্যরাতে ওই কিশোরের অবস্থার অবনতি হয়, কিন্তু কিশোরকে যে সাপে কামড়েছে তা বুঝতে পারেনি কিশোরের মা। প্রথমে শুরু হয় বমি, এরপর মুখ দিয়ে লালা ঝরতে থাকে। বেগতিক দেখে ওই কিশোরকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর হাসপাতালে, এরপর চিকিৎসকদের সমস্ত ঘটনা খুলে বলে পরিবার তারপর ওই কিশোরের চিকিৎসা শুরু হয়। ভোররাতে হাসপাতালে মৃত্যু হয় কিশোরের।

প্রতিবেশীদের দাবি সাপটিকে তারা যখন দেখেছিলেন অনেকটাই কালাচ সাপের মত রঙ ছিল গায়ের, তাই ওই কিশোরকে কালাচ সাপ কামড়েছে বলে দাবি করছেন প্রতিবেশীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 17 =