শনিবার প্রতিপদ তিথি থেকেই পিতৃপক্ষের সূচণা হয়ে গেল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শনিবার ৩০,সেপ্টেম্বর :: চলতি বছরে শনিবার প্রতিপদ তিথি থেকেই পিতৃপক্ষের সূচণা হয়ে গেল। হিন্দু শাস্ত্রে এই সময়কালে পিতৃপক্ষে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য দান-কর্মের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, পঞ্চাঙ্গ অনুসারে, প্রতি বছর ভাদ্রপদ পূর্ণিমা দিয়ে শুরু ও আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে পিতৃপক্ষের শেষ হয়। পিতৃপক্ষের এই বিশেষ দিনগুলিতে, পূর্বপুরুষদের নৈবেদ্য নিবেদন করার পাশাপাশি শ্রাদ্ধানুষ্ঠান করা হয়। লৌকিক বিশ্বাস, এই সময়কালে পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন ও পরিবারের সদস্যদের আশীর্বাদ করেন।

মনে করা হয়, পিতৃপুরুষের আশীর্বাদে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। আর এই বিশ্বাসে ভোর থেকেই রাজ্যের বিভিন্ন নদীতে পিতৃ তর্পণে অংশ নিলেন অসংখ্য মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 4 =