নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: রবিবার ০১,অক্টোবর :: মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে বিষ্ণুপুর থানা এলাকার পোড়ামারা গ্রামে তিন শিশুর মর্মান্তিক মৃত্যুর খবরের মাঝেই শনিবার রাতে এক বৃদ্ধার মৃত্যু হলো দেওয়াল চাপা পড়েই। মৃতার নাম পূরবী হাঁসদা (৬৮)। ছাতনা থানা এলাকার ঘোষের গ্রাম গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হাঁসাপাহাড়ি গ্রামের ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, প্রচণ্ড বৃষ্টির মধ্যেই পূরবী হাঁসদা নামে ওই বৃদ্ধা তার মাটির বাড়িতেই ঘুমিয়েছিলেন। সেই সময় মাটির বাড়ির দেওয়াল ভেঙ্গে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ওই বৃদ্ধার পুত্রবধূ চিন্তামনি হাঁসদার দাবি, সরকারী আবাস যোজনা প্রকল্পে নাম থাকা সত্বেও তার শাশুড়ি বাড়ি পাননি।ভাঙ্গা বাড়িতেই তিনি বাস করতেন, যার জেরেই এই দূর্ঘটনা বলে তিনি জানান।
পরে পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।