কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ০১,অক্টোবর :: জাতীয় সড়কে ধস নামে বিপজ্জনক অবস্থায় রাস্তা। যেকোনো সময় হতে পারে দুর্ঘটনা এই আশঙ্কাতেই স্থানীয় বাসিন্দারা। বড় ধরনের যানবাহন এ রাস্তার উপর দিয়ে গেলেই দুর্ঘটনা কবলে পড়বে। মালদার পুকুরিয়া থানার একবর্ণা এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কের এমন অবস্থায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
বারংবার প্রশাসনিক কর্তাদের জানানো হলেও কোন ব্যবস্থা হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। ৮১ নম্বর জাতীয় সড়কের একবর্ণা এলাকায় প্রায় ২০ থেকে ২৫ দিন আগে রাস্তার নিচ থেকে মাটি সরে যায়। বৃষ্টিপাতের জোরে এমন ক্ষতি বলে জানা যাচ্ছে এই স্থানীয় সূত্রে। রাস্তার একপাশে মাটি সরে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে।আর এতেই বিপদজনক অবস্থা হয়ে রয়েছে জাতীয় সড়কের।
যেকোনো সময় রাস্তা বসে যেতে পারে এমনই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। আর তখনই বড় ধরনের দুর্ঘটনা হবে বলে অনুমান এলাকাবাসীর। গোটা বিষয়ে ব্লক পুলিশ প্রশাসন ও পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেই অভিযোগ স্থানীয়দের।