টানা বৃষ্টির জেরে জেলার বিভিন্ন এলাকায় ভেঙে পড়লো মাটির বাড়ি !

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ০৩,অক্টোবর :: সোমবার রাত থেকেই পশ্চিম মেদিনীপুর জেলা সহ একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে,মঙ্গলবার তা আরও প্রবল রুপ ধারণ করে,সকাল থেকেই এক নাগাড়ে শুরু হয়েছে তুমুল বৃষ্টি!

আর এই টানা বৃষ্টির জেরে জেলার একাধিক জায়গায় মাটির বাড়ি ভেঙে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে,পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-২ ব্লকের শ্যামগঞ্জ গ্রামে সোমবার রাতে তিনতলা একটি মাটির বাড়ি ভেঙে পড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দিশেহারা পরিবারের লোকজন।টানা বৃষ্টির কারণেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা ওই এলাকায় আরও বেশ কয়েকটি বাড়ি বিপদে রয়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সত্যপুর এলাকায় এক বাসিন্দার মাটির বাড়ির একাংশ ধ্বসে পড়ে। অনবরত বৃষ্টিতে কিভাবে পরিবার নিয়ে বসবাস করবেন তা ভেবে রীতিমত আতঙ্কে রয়েছেন ওই অসহায় পরিবার। এদিকে অকাল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার চিত্রও ভয়ানক হয়ে উঠেছে। জেলার সব নদী গুলির জলস্তর বাড়ছে।

ডেবরা, পিংলা ,সবং, কেশপুর, ঘাটালে বন্যার পরিস্হিতি সৃষ্টি হয়েছে। কাঁসাই, শিলাবতি,ঝুমি নদীর ওপর একাধিক সেতুগুলি ভেসে গিয়ে এপার ওপার যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। অসময়ের প্রবল বর্ষন আর আশঙ্কার কলো মেঘে চিন্তায় ঘুম উড়েছে জেলাবাসীর!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + four =