নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ০৫,অক্টোবর :: দুদিনের টানা বৃষ্টিতে বর্ধমানের রাজগঞ্জে রাস্তার উপর ভেঙে পরলো রাজ আমলে তৈরী মন্দির “মোহন্তস্থল”। বিশালাকৃতির মন্দিরের একংশ ভেঙে পড়লেও কেউ হতাহত হননি। ঘটনাটি বর্ধমান শহরের ২৫ নম্বর ওয়ার্ডের রাজগঞ্জ হোমিওপ্যাথি হাসপাতালের পাশে।
আনুমানিক ৩৫০ বছর প্রাচীন এই মন্দির বলে জানা গেছে। রাধা-কৃষ্ণ সহ বিভিন্ন দেব-দেবীর পূজো এখানে হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ আমলে তৈরী এই “মোহন্তস্থল” মন্দিরটি রক্ষনা-বেক্ষনের অভাবে ভগ্নদশায় পরিনত হয়েছিল। টানা বৃষ্টির মধ্যেই মন্দিরটি ভেঙে পড়ে । যেহেতু বৃষ্টির রাতে রাস্তায় লোক না থাকায় বড়সড় দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে স্থানীয়দের দাবী।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন বর্ধমান-দক্ষিনের বিধায়ক খোকন দাস। রাত থেকেই ওই যায়গায় যাতায়াতের রাস্তা বন্ধ ছিলো । সকাল হতেই রাস্তার উপর থেকে সরিয়ে ফেলার কাজ শুরু হয় মন্দিরের ভাঙা অংশ ।