সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারাসাত :: পুজোর ছুটি, মহা আনন্দ।বেরানোর উপযুক্ত সময়। তাই বারাসাতের রথতলার দুই পরিবার ঘুরতে গিয়েছিলেন দার্জিলিংয়ে। বাড়ি ফিরে ফিরে এসে দেখেন বাড়ির সর্বস্ব্য লুঠ করেছে দূস্কৃতিরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসাতের রথতলার যুগিপাড়ায় শকুন্তলা বিশ্বাস ও শক্তি চৌধুরী পরিবারের।
শকুন্তলা বিশ্বাস রথতলা জুগিপাড়া লেনে তার বাপের বাড়িতে থাকেন।গত ৯ তারিখ তারা দার্জিলিং বেড়াতে যান। গতকাল সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন সব লন্ডভন্ড।একতলার বাথরুমের জানলা ভেঙ্গে চোরেরা বাড়ির ভেতরে ঢুকেছে। বাড়ির সব মূলবান জিনিষ নিয়ে পালায়।শকুন্তলা বিশ্বাসের অভিযোগ, তাঁদের বিয়ের বেনারসি থেকে শুরু করে গয়না সবই নিয়েছে চোরেরা।এমন কি বাথরুমের কল ইনভার্টার ও ব্যাটারি সবই নিয়ে পালায় চোরের। তিনি জানান, চোর তার প্রায় কয়েক লক্ষ টাকার জিনিষ নিয়ে পালায়।
অন্যদিকে,এলাকার যুবক তাপস মজুমদারের দাবী দিন দশেক ধরে এই পাড়ায় পর পর তিনটে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ছে এমন বড়সড় চুরির ঘটনা।