নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ০৫,অক্টোবর :: ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে আজ বৃহস্পতিবার তৃণমূলের ‘রাজভবন চলো’ অভিযান আছে। তবে, রাজ্যপাল ডঃ সিভি আন্দ বোস এই মুহুর্তে কলকাতায় নেই। তিনি গেছেন উত্তরবঙ্গের সিকিমে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে।
বুধবার কলকাতায় ফেরেন অভিষেক। কলকাতা বিমানবন্দরে তিনি জানিয়ে দেন দিল্লিতে নিয়ে যাওয়া ৫০ লক্ষ চিঠি রাজ্যপালের হাতে তুলে দেবেন তাঁরা। অভিষেক বলেন, ‘সাংসদদের টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়। ২০ লক্ষ পরিবারকে কাজ করিয়ে দু-তিন মাস মাইনে না দেওয়াও অনৈতিক ও অবৈধ।
সেখানে মোদী সরকার ২ বছর ধরে টাকা দেয়নি। ২০ লক্ষ লোকের ৮,০০০ কোটি টাকা গায়ের জোরে আটকে রেখেছে। যদি অভিযোগ করেন ২০ লক্ষ লোক কাজ করেননি, তাহলে বিজ্ঞপ্তি দিয়ে জানান।
এই সব নানান দাবি নিয়ে আজ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে “রাজভবন চলো” কর্মসূচি পালন করা হবে। তার আগে রাজভবন চত্বর কড়া নিরাপত্তা বজায় করা হচ্ছে। চলছে পুলিশি টহলদারি।