ধারাবাহিক বৃষ্টির জেরে ৪৮ ঘন্টারও বেশী সময় জলের তলায় সিমলাপালের পাথরডাঙ্গা-ভেলাইডিহা শিলাবতী কজওয়ে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বৃহস্পতিবার ০৫,অক্টোবর :: ঝাড়খণ্ডে সৃষ্ট গভীর নিম্ন চাপের ফলে ধারাবাহিক বৃষ্টির জেরে ৪৮ ঘন্টারও বেশী সময় জলের তলায় সিমলাপালের পাথরডাঙ্গা-ভেলাইডিহা শিলাবতী কজওয়ে। ফলে লক্ষীসাগর-বাঁকুড়া ভায়া হাড়মাসড়া যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত। চরম সমস্যায় সিমলাপাল তালডাংরা ব্লক এলাকার একটা বড় অংশের মানুষ।

প্রসঙ্গত, ২০০১ সালে বিগত বাম আমলে বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে সিমলাপালের পাথরডাঙ্গা-ভেলাইডিহা এলাকায় শিলাবতী নদীর উপর এই কজওয়ে তৈরী হয়। উদ্বোধন করেন তৎকালীন মন্ত্রী উপেন কিস্কু। কিন্তু অল্প বৃষ্টিতেই বছরে একাধিকবার জলের তলায় এই সেতু চলে যাওয়ায় চরম সমস্যায় পড়েন ওই এলাকার অসংখ্য মানুষ। এই মুহূর্তে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে জলমগ্ন কজওয়ে দিয়ে যাতায়তের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =