কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ০৫,অক্টোবর :: নেতাজী পুরবাজারে বৃষ্টির জমাজলে ঘুরছে মাছ। মাছ মারছে ব্যবসায়ীরা। এই ছবি ভাইরাল। অবিরাম বৃষ্টিতে জলছবি ইংরেজবাজার পুরসভার নেতাজী পুরবাজারের পাশাপাশি শহরের একাধিক ওয়ার্ড। পুরবাসীর জলযন্ত্রণা অব্যহত।
জলযন্ত্রনা থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতিতেই ক্ষমতাতে আসে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নেতৃত্বে ইংরেজবাজার পুরসভায় তৃণমূল কংগ্রেস। গত দুই দশক ধরেই পুরসভার দায়িত্বভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পাল্টেছে শহর। আধুনিক হয়েছে পুরসভা। জলযন্ত্রণা থেকে পুরবাসীকে মুক্তি দিতে নেওয়াও হয়েছে নিকাশি ব্যবস্থার পরিকল্পনা।
কিন্তু সবই আজ জলে। অবৈজ্ঞানিক ও প্রমোটারীর রাজত্বে সব পরিকল্পনায় বিশবাও জলে। ড্রেনের উপর দোকান তৈরী থেকে পুকুর বুজিয়ে প্রমোটারদের দৌরাত্মের জন্য আজ ইংরেজবাজার পুরসভা যেন এক ডুবন্ত শহর হয়ে দাড়িয়েছে।