বাস চলাচল বন্ধ, ঘুরপথে যেতে হচ্ছে সিকিম

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: সিকিম :: বৃহস্পতিবার ০৫,অক্টোবর :: প্রকৃতির রোষানলে পরে বিধ্বস্ত উত্তর সিকিম। হড়পা বান মেঘ ভাঙ্গা বৃষ্টি উত্তাল তিস্তা, তান্ডব লীলা চালায় তিস্তা উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা জুড়ে। রাস্তাঘাট ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে । ঘরবাড়ি হারিয়ে অনেকেই শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। কমপক্ষে ১৪ টি সেতু জলের তলায় চলে গেছে অনুমান করা হচ্ছে।

সমতল থেকে সিকিম যাওয়ার রাস্তা জলের তোড়ে ভেসে গিয়েছে। শিলিগুড়ির এস এন টি বাস স্ট্যান্ড থেকে সিকিমগামী বাস যাতায়াত আপাতত বন্ধ রয়েছে। প্রতিদিন সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে সিকিমের গ্যাংটক, জোরথং সহ আরো বিভিন্ন জায়গায় বাস চলাচল করে। তবে বর্তমান পরিস্থিতি প্রতিকূল হওয়ার কারণে আপাতত সমতল থেকে সিকিমে বাস চলাচল বন্ধ রয়েছে।

এই প্রসঙ্গে এক বাসের ড্রাইভার জানান কবে আবার স্বাভাবিকভাবে সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে সিকিমের বিভিন্ন এলাকায় বাস চলাচল করবে সেই ব্যাপারে স্পষ্ট করে এখনই বলা কিছু সম্ভব নয়। কারণ সিকিমের পরিস্থিতি মোটেও ভালো নেই, প্রচুর সেতু ভেঙ্গে গিয়েছে। রাস্তাঘাট চলে গেছে জলের তলায়। এখনই স্পষ্ট করে বলা সম্ভব নয় কবে থেকে পুনরায় বাস চলাচল স্বাভাবিক হবে সিকিমের পথে।

পাশেই রয়েছে একটি ছোট গাড়ির স্ট্যান্ড, যেখান থেকে প্রচুর গাড়ি সিকিমের বিভিন্ন জায়গায় যাতায়াত করে। আপাতত লাভা হয়ে গাড়িগুলি সিকিমের অভিমুখে চলাচল করছে ঘুর পথে। একজন ড্রাইভার জানান সময় প্রচুর লাগছে কমপক্ষে ১২ ঘন্টা থেকে অন্তত ১৫ ঘণ্টা সময় লেগে যাচ্ছে সিকিম যেতে।

বেড়েছে গাড়ি বাড়াও, তাই বর্তমানে সিকিম যাওয়ার ঝাক্কি অনেকেই নিচ্ছেন না। খুব প্রয়োজন হলে তবেই সিকিমের পথে পা বাড়াচ্ছেন কিছু সংখ্যক মানুষ। এদিকে উদ্ধার বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে, খোলা হয়েছে শরণার্থী শিবির। মৃতদেহ গুলি জল কাদা থেকে উদ্ধার করা হচ্ছে, যে দৃশ্য দেখলে শিহরিত হয়ে উঠতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 12 =