কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ০৬,অক্টোবর :: মহানন্দা নদী তীরবর্তী মালদহের চাঁচল ১ নং ব্লকের মথুরাপুর, গালিমপুর বন্যা প্রবণ এলাকা । ফি বছর বর্ষার সময় মহানন্দার জলে প্লাবিত হয় এই এলাকা গুলি। তবে এই এলাকায় সব থেকে ভয়াবহ বন্যা হয়েছিল ২০১৭ সালে। চলতি বছর মহানন্দার ভয়াবহ রূপ ২০১৭ সালের স্মৃতি উসকে দিচ্ছে।
নিম্নচাপের ফলে লাগাতার বৃষ্টির জেরে এই মুহূর্তে ফুঁসছে মহানন্দা। মথুরাপুরে বেশ কয়েক জায়গায় নদীপাড়ে নেমেছে ধস।ফলে ভাঙ্গনের আতঙ্ক গ্রাস করেছে এলাকাবাসীকে। তবে এই মুহূর্তে মহানন্দার যা রূপ সে ক্ষেত্রে চলতি বছরে নদীপাড় সংস্কারের কাজ না হলে বহু বাড়ি নদীগর্ভে চলে যেত।এমনটাই মত এলাকাবাসীর।
চলতি বছরের এপ্রিল মাসে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত অর্থে মহানন্দা তীরবর্তী এই এলাকাগুলিতে নতুন করে বোল্ডার ফেলে নদী পাড় সংস্কারের কাজ শুরু হয়। সেই কাজ হওয়ার ফলেই অনেকটাই সুরক্ষিত গালিমপুর।তবে সংস্কারের কাজ সম্পূর্ণ শেষ না হওয়ার ফলে বেশ কিছু জায়গায় নেমেছে ধস।ফলে পুরোপুরি চিন্তা মুক্ত হতে পারছে না এলাকাবাসী।