সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: নামখানা :: শুক্রবার ০৬,অক্টোবর :: বেনুবন থেকে নামখানা যাওয়ার পথে যাত্রী বোঝাই লঞ্চে ট্রলারের ধাক্কা। যদিও পুরো ঘটনায় হতাহত কোন খবর মেলেনি লঞ্চে থাকা সকল যাত্রীরা সুস্থ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের বেনুবন থেকে নামখানার উদ্দেশ্যে ১০০ জন যাত্রী নিয়ে একটি লঞ্চ পাড়ি দিয়েছিল।
নামখানার জেটির কাছে আসার সময় একটি মৎস্যজীবী ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চটিকে ধাক্কা মারে আর এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় লঞ্চটি। লঞ্চের পাতাতন ফুটো হয়ে যায় এই দুর্ঘটনার পর সাহায্যের জন্য এগিয়ে আসে অন্যান্য মৎস্যজীবি ট্রলার। অন্যান্য মৎস্যজীবীদের সহযোগিতায় নিরাপদে ১০০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত লাঞ্চটিকে নামখানা জেটিতে আনা হয়েছে।
এই ঘটনায় নামখানা থানার পুলিশ ঘাতক ট্রালারটিকে ইতিমধ্যে আটক করেছে। এক যাত্রী বলেন, গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির দর্শন করে আমরা নামখানায় ফিরছিলাম সন্ধ্যার সময় হঠাৎ লঞ্চে একটি ঝাঁকুনি অনুভব করি। এরপর সহ যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে দেয়।
লঞ্চে থাকা যাত্রীরা তড়িঘড়ি বেরিয়ে আসে দেখে লঞ্চের সঙ্গে একটি মৎস্যজীবীর ট্রলারের ধাক্কা লেগেছে। লঞ্চটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তড়িঘড়ি অন্যান্য ট্রলারে থাকা মৎস্যজীবীরা আমাদেরকে নিরাপদে উদ্ধার করেছে। নদী সেই সময় উত্তাল ছিল বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারতো। বড়সড় দুর্ঘটনা হাত থেকে আমরা রেহাই পেয়েছি।