প্রবল বৃষ্টিতে বুলবুলচন্ডী অঞ্চলের দারাজপুর ও কেন্দুয়া মৌজায় প্রায় ১০০ বিঘা ধানের জমি জলমগ্ন

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ০৬,অক্টোবর :: প্রবল বৃষ্টিতে বুলবুলচন্ডী অঞ্চলের দারাজপুর ও কেন্দুয়া মৌজায় প্রায় ১০০ বিঘা ধানের জমি জলমগ্ন, ফলে ক্ষতির মুখে চাষিরা । শুক্রবার সকাল দশটা নাগাদ চাষী সমর হাঁসদা ও নিহার চক্রবর্তী জানিয়েছেন বেশ কয়েকদিন প্রবল বৃষ্টিতে ধানের জমি জলে প্লাবিত ।

বুলবুলচন্ডী অঞ্চলের দারাজ পুর ও কেন্দুয়া মৌজাতে জমিতে থৈ থৈ করে জল রয়েছে এবং উঁচু জায়গায় আলে জল বেঁধে রয়েছে, আল কাটলে নিচে অন্যান্যদের জমি জলে প্লাবিত হবে বলে জানিয়েছেন, তাই তারা শীষ ফোটা ধান গাছ ও ধানের জমির গোড়ায় জল জমে রয়েছে এবং ক্ষতির সম্মুখীন চাষিরা , সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন একাধিক চাষী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 6 =