নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: শুক্রবার ০৬,অক্টোবর :: রাত্রি দেড়টার সময় ইডির আধিকারিকরা খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়ি থেকে বের হন। রথীন ঘোষের অনুগামী তৃণমূল কর্মী সমর্থকরা বাড়ির সামনে ভিড় করেছিল ইডি আধিকারিকদের বের হতে অসুবিধা হয় খাদ্যমন্ত্রী নিজে ঘর থেকে বেরিয়ে এসে ইডি আধিকারিকদের তার বাড়ি থেকে বেরিয়ে যেতে সহযোগিতা করেন।
দিনশেষে সংবাদ মাধ্যমের সামনে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন কোনো খারাপ আচরণ করেনি ইডি আধিকারিকরা তবে পূর নিয়োগ নিয়ে তাদের বোঝার ক্ষেত্রে অনেক গোলযোগ আছে তিনি নিজেও একটা বই দিয়ে ইডির আধিকারিকদের সহযোগিতা করেছেন এই তদন্তকে সঠিক ভাবে এগিয়ে নিয়ে যেতে। ইডি আধিকারিকরা তার বাড়ি থেকে কোনো নথি পাইনি বলে দাবি খাদ্য মন্ত্রীর।
একইসঙ্গে খাদ্য মন্ত্রীর নামে স্লোগান উঠতে থাকে একদিকে তৃণমূল কর্মী সমর্থকরা বলতে থাকেন খাদ্যমন্ত্রী জিন্দাবাদ অন্যদিকে ইডি হায় হায়। রথীন ঘোষ আরও দাবি করেন এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রমাণিত হবেই । তার বাড়িতে হ্যারাস করবার জন্য ইডি আধিকারিকরা এসেছিল বলে দাবি মন্ত্রীর ।