নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গড়বেতা :: শনিবার ০৭ ,অক্টোবর :: পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত গড়বেতা তিন নম্বর ব্লকে কাজের বরাত ঘিরে নির্মাণ সংস্থাদের মধ্যে হাতাহাতি। ঘটনায় ঝরল রক্ত, তৃণমূলের গোষ্ঠীকোন্দল বলে কটাক্ষ বিজেপির তরফে। যদিও মানতে অস্বীকার তৃণমূলের । জোরদার রাজনৈতিক সংকট গড়বেতা তিন নম্বর ব্লকে |
পশ্চিম মেদিনীপুর জেলার সদর মহকুমার গড়বেতা তিন নম্বর ব্লক, এই ব্লকের পঞ্চায়েত সমিতিতে সম্প্রতি ৬ কোটি টাকার টেন্ডার প্রক্রিয়া শুরু হয়। এরপর তাতে অংশগ্রহণ করে ১১০ জন ঠিকাদারি সংস্থা, গড়বেতা তিন নম্বর বিডিও অফিস চত্বরে হাজির হন তারা।
সেখানেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই ঠিকাদার, তাতে একজনের গেঞ্জি জামা ছিঁড়ে দেওয়া হয়, নখের আঘাতে তার রক্ত ঝরে, খবর পায় পুলিশ, উক্ত ঘটনার কারণে সাড়ে চার ঘন্টা বিডিও অফিস চত্বরে কড়া পুলিশ মোতায়েন করা হয়।
তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের বেআব্রু চেহারা দিনে দিনে সামনে বলেই মতামত বিরোধীদের, যদিও তৃণমূল কংগ্রেসের তরফে বিষয়টা ঠিকাদারদের নিজস্ব গন্ডগোল বলেই জানানো হয়েছে। আরো জানিয়ে দেওয়া হয় ওই সব ঠিকাদারদের সাথে দলের কোন সম্পর্ক নেই, এতসব কিছুর পরেও বিতর্ক পিছু ছাড়ছে না তৃণমূল কংগ্রেসের |