নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শনিবার ০৭ ,অক্টোবর :: তিস্তায় হড়পা বান, ভেসে যাওয়া ২ টি মৃতদেহ ভারতকে হস্তান্তর করল বাংলাদেশ। এই বিষয়ে জানা গেছে শুক্রবার ভারত বাংলাদেশের গীতালদহ সীমান্তে উভয় দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। উক্ত মিটিংয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর অধিকর্তারা উপস্থিত ছিলেন, পাশাপশি পুলিশকর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠকের শেষ হবার পরে বাংলাদেশ বর্ডার গার্ড কর্তৃক ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে মৃত দেহ দুটি তুলে দেওয়া হয়। দেহ দুটি তিস্তায় ভেসে বাংলাদেশের লালমনিরহাট এলাকায় ভেসে ওঠে বলে জানা গেছে। স্থানীয়দের কাছে খবর পাওয়ার পরে লালমনিরহাট থানা দেহ দুটি উদ্ধার করে, এরপর তারা বিএসএফকে খবর দেয়।
বিএসএফের ৯০ নম্বর ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পাপ্পু মিনা, দিনহাটা থানার আধিকারিক এছাড়া বিএসএফের শীর্ষ কর্তারা বাংলাদেশের সাথে ফ্ল্যাগ মিটিং শুরু করেন। বৈঠকে বাংলাদেশের লালমনিহাট থানার ওসি উপস্থিত ছিলেন, এছাড়া ১৫ নাম্বার বিজিবি কোম্পানি কমান্ডার শরিফুল ইসলাম হাজির ছিলেন। পরে দেহ হস্তান্তর করা হয়। কোচ বিহার জেলা পুলিস সুপার জানান, দুটি মৃতদেহ বাংলাদেশ থেকে হস্তান্তর করা হয়েছে।