নিজস্ব সংবাদদাতা :: সংবাদ রবাহ :: কোলকাতা :: শনিবার সন্ধ্যায় ফেসবুক লাইভে অবতীর্ণ হয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, আমি সাংসদ সৌগত রায়ের সঙ্গে কথা বলে মেঘনার মাঠের উন্নয়নের চেষ্টা করছি, আর সেখানে কি না প্রোমেটিংয়ের নোংরা খেলা চলছে। আবার তাতে জড়িয়ে রয়েছে দলেরই কেউ কেউ।
শুধু দলের একাংশকেই তিনি একহাত নেননি। তিনি এদিন নিশানা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। তৃণমূল বিধায়ক মদন মিত্র হুঁশিয়ারি দেন, প্রত্যেকের গতিবিধি আমার নজরে রয়েছে। কে কতটা ভাগ নেবে, কোথায় বৈঠক হচ্ছে, সব জানি। গুন্ডামি করে, টাকা দেখিয়ে মদন মিত্রকে কেনা যাবে না। আমি শুভেন্দু অধিকারী নই। টাকার জন্য আমি বিক্রি হই না।
মদন মিত্র বলেন, ক্লাবের মাঠে খেলাধূলা করুন, ঠিক আছে। যে যতই বড় নেতা ধরুন, মাতব্বর ধরুন। মেঘনাপর মাঠে প্রোমোটিং করতে দেব না। মেঘনার মাঠে হাত দিয়ে হাতের পাঞ্জা কেটে দেব। মদন মিত্রের এই ফেসবুক লাইভের পর রাজনৈতির মহলে রীতিমতো শোরগোল পড়ে যায়। সমালোচনার ঝড় বইতে থাকে তাঁর পাঞ্জা কেটে নেওয়া মন্তব্যের জেরে।
এরপর ফের ফেসবুক লাইভে এসে তিনি তাঁর পূর্ব মন্তব্যের ব্যাখ্যা দেন। তিনি বলেন, উত্তেজনার বশে পাঞ্জা কেঠে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেলেছেন তিনি। তবে এটা ঠিক যে কোনওভাবেই মেঘনার মাঠ বেদখল হতে দেবেন না। মদন মিত্র বেঁচে থাকতে তা সম্ভব নয়। আর মদন মিত্র মরলে তৃণমূলের ঝান্ডা বুকে নিয়েই মরবে।