১০০ দিনের বকেয়া কাজের টাকা না পেয়ে টাকি রোড অবরোধ জব কার্ড হোল্ডারদের।।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ৮ই,অক্টোবর :: বাংলার একাধিক প্রকল্পের টাকা আটকে রাখা কেন্দ্রের বঞ্চনা প্রতিবাদে মহিলা জব কার্ডের টাকি রোড রাজ্য সড়ক ২ এর অবরোধ । উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা বসিরহাট ১ নম্বর ব্লকের সাকচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের পাতিলাচন্দ্র টাকি রোডের ঘটনা।

কয়েকশো মহিলা জব কার্ড হোল্ডার আজ টাকি রোড রাজ্য সড়ক দুই বকেয়া টাকা পাওয়ার দাবিতে হাতে জব কার্ড নিয়ে অবরোধ শুরু করেছে তাদের দাবি দীর্ঘদিন ধরে আমরা ১০০ দিনের কাজ করে রয়েছি সেই টাকা পাচ্ছি না সামনে দুর্গাপুজোর সমস্যায় পড়তে হচ্ছে সেই সঙ্গে দৈনন্দিন জীবনের রুজি রোজগার হারাতে হয়েছে। যার কারণে বাধ্য হয়ে আজকে রাস্তায় নামতে হয়েছে।

ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রকল্পের বিশেষ করে ১০০ দিনের কাজের উপভোক্তা দের ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার । সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি ধরনা অবস্থান বিক্ষোভ দেখেছে গোটা ভারতবর্ষের মানুষ। পাশাপাশি রাজভবনে গিয়ে অবস্থানে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বাধ্য হয়ে রাজ্য পাল সিভি আনন্দ বোস দার্জিলিং তৃণমূলের প্রতিনিধির সঙ্গে কথা বলার জন্য আজ মিটিং পাঁচটা নাগাদ সময় দিয়েছেন। তার মধ্যে ১০০ দিন প্রকল্পের রাজ্যের বরাদ্দু টাকা কেন্দ্রীয় সরকার যাতে রাজ্যের হাতে তুলে দেয় পাশাপাশি উপভোক্তারা যারা কাজ করেছে তাদের বকেয়া মিটিয়ে দেয় সেই দাবীতে আজকে অবরোধ শুরু করেছেন টাকি রোডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − eight =