পাঠানো চিঠির ট্র‍্যাক খুজতে গিয়ে সাইবার প্রতারণার শিকার বালুরঘাটের একটি হাইস্কুলের প্রধান শিক্ষক। হ্যাকারদের ফাঁদে পড়ে খোয়ালেন একলক্ষ টাকাও।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: রবিবার ৮ই,অক্টোবর :: বিকাশ ভবনে পাঠানো চিঠির ট্র‍্যাক খুজতে গিয়ে সাইবার প্রতারণার শিকার বালুরঘাটের একটি হাইস্কুলের প্রধান শিক্ষক। হ্যাকারদের ফাঁদে পড়ে খোয়ালেন একলক্ষ টাকাও।

গুগল থেকে পোস্ট অফিসের ট্র্যাকিং সাইট খুঁজতে গিয়েই এই বিপত্তি। শনিবার টাকা ফেরানোর আবেদন জানিয়ে বালুরঘাট সাইবার ক্রাইম থানার দ্বারস্থও হয়েছেন শিক্ষক স্নেহাশিস তপস্বী।

বেশ কয়েকদিন আগে তিনি বালুরঘাট পোস্ট অফিসের মূল ব্রাঞ্চ থেকে স্কুলের একটি চিঠি পাঠান বিকাশ ভবনে। যে চিঠির বর্তমান অবস্থান দেখতে শুক্রবার গুগলে পোস্ট অফিসের ট্র্যাকিং সাইটের জন্য সার্চ করেন। তখনই একটি ভুয়ো ওয়েবসাইটে তিনি চলে যান। সেখান থেকে তার মোবাইলে একটি লিংক পাঠিয়ে ট্র্যাকিং অ্যাপ ডাউনলোড করার কথা বলা হয়। এরপরেই তড়িঘড়ি তিনি লিংকে গিয়ে অ্যাপটি ডাউনলোড করেন।

সেখানে তাকে বলা হয় তার চিঠির অবস্থান জানতে পেনাল্টি বাবদ ৫ টাকা পাঠাতে হবে। প্রথম ব্যাঙ্ক থেকে যে টাকা না যাওয়াতেই ফের অপর একটি ব্যাঙ্কের একাউন্ট থেকে তা পাঠানোর চেষ্টা করেন ওই শিক্ষক। দুটো ব্যাঙ্কে তাকে ফেল দেখানো হলেও তারা ওই শিক্ষককে জানান পেনাল্টির ৫ টাকা তারা পেয়ে গেছেন।

এরপর ওই শিক্ষক তার চিঠির ট্র‍্যাকিং সাইট জানতে না পারলেও আচমকা দুটো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় হাতিয়ে নেন এক লক্ষ টাকা।

যা নিয়ে হতচকিত হয়ে পড়েন ওই প্রধান শিক্ষক। যে ঘটনা লিখিত আকারে জানিয়ে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন ওই স্কুল শিক্ষক। এদিকে এই অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট সাইবার ক্রাইম থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + seven =