নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: রবিবার ৮ই,অক্টোবর :: ডেঙ্গু মোকাবিলায় রেপিড অ্যাকসন ফোর্স গঠন করা হোক। রবিবার সকালে হাওড়ার ডোমজুড়ের সলপ বাজার থেকে ডেঙ্গু নিয়ে যুব কংগ্রেস ও কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির পক্ষ থেকে এক সচেতনতা মিছিলে এই দাবি উঠলো।
কংগ্রেস নেতৃত্বের দাবি করোনার সময় রেপিড অ্যাকসন ফোর্স গঠন করা হয়েছিল। পুজোর আগে যাতে ডেঙ্গি মহামারির আকার না নেয় তার জন্য রেপিড অ্যাকশন টিম গড়া হোক। কংগ্রেস নেতৃত্বের দাবি হাসপাতালে পর্যাপ্ত রক্তের ব্যবস্থা থাকুক ও এলাকার নালা নর্দমা পরিস্কার করা হোক।
রাজ্য মহিলা আইএনটিইউসির রাজ্য সভানেত্রী শ্রাবন্তী সিং জানান, মানুষ পুজোর সময় কেনাকাটা করছেন না। মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। হাওড়া স্টেশনের কাছে জল জমে আছে। জল পরিস্কার হচ্ছে না। বেশ কয়েকজন সাফাই কর্মীরা ডেঙ্গুতে আক্রান্ত । রেলকে বারবার জানিয়েও কোনও সদুত্তর পাওয়া যাচ্ছে না বলে তিনি জানান ।