নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ৯,অক্টোবর :: মহানন্দা নদীর জলে প্লাবিত বহু ঘরবাড়ি। আশ্রয়হীন হয়ে অনেক পরিবার। বানভাসি পরিবারের দাঁড়ালো বঙ্গ ইউথ সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা । সেই সংস্থার দিকে সব রকম ভাবে সহযোগিতা করেছে মালদার জনসেবা হেলথ ক্লিনিক এন্ড নার্সিংহোম কর্তৃপক্ষ।
বানভাসি মানুষদের ত্রাণ বিলি এবং রাতে মালদা টাউন স্টেশনের দুঃস্থ মানুষদের পেটপুরে খাওয়ানোর ব্যবস্থা করা হয় বঙ্গ ইউথ নামক সংস্থা ও জনসেবা হেলথ ক্লিনিক এন্ড নার্সিংহোমের পক্ষ থেকে । আর এই সামাজিক গঠনমূলক কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি আবু রাইহান, জনসেবা নার্সিংহোমের কর্ণধার এম ডি হামিদুর রহমান সহ স্বেচ্ছাসেবী সংস্থার অন্যান্য সদস্যরা।
জানা গেছে শহরের মহানন্দা নদী তীরের একশোরও বেশি ক্ষতিগ্রস্ত মানুষদের চাল, ডাল, আলু, তেল, আরো অন্যান্য সামগ্রী বিলি করা হয়। রাতে মালদা টাউন স্টেশনে শতাধিক দুঃস্থ মানুষদের জন্য ডিম, ভাত, সবজি , ডাল চাটনি মিষ্টি পেটপুরে খাওয়ানোর ব্যবস্থা করা হয় ওই স্বেচ্ছাসেবী সংস্থা ও নার্সিংহোমের পক্ষ থেকে।