চেতলা অগ্রণী পুজো মণ্ডপ পরিদর্শনে যুগ্ম কমিশনার ( সদর ) সন্তোষ পান্ডে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: সোমবার ৯,অক্টোবর :: পুজোর উৎসবের সন্ধ্যায় রাস্তায় বেরিয়ে এবার জায়ান্ট স্ক্রিন দেখে বিবেচনা করার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। শহরের ১২টি পুজো মণ্ডপে বসতে চলেছে এমন জায়ান্ট স্ক্রিন। ইতিমধ্যে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছে কলকাতা পুলিশ। এবার পুজো মণ্ডপ পরিদর্শন করে, নিয়ম বিধি মেনে কোন পুজো কেমন মণ্ডপ সেজেছে দর্শনার্থীদের স্বাগত জানাতে।

আজ সোমবার চেতলা অগ্রণি ক্লাবের পুজো মণ্ডপ দিয়ে শুরু হল কলকাতা পুলিশের পুজো মণ্ডপ পরিদর্শন। লালবাজার সূত্রে খবর, আজ সোমবার ও আগামিকাল মঙ্গলবার কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার শহরের ১৯টি পুজো মণ্ডপ পরিদর্শন করবেন। খতিয়ে দেখবেন নিয়ম বিধি মানা হয়েছে কি না।

আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোর্য়ার্টার সন্তোষ পাণ্ডে প্রথমে যান চেতলা অগ্রণি ক্লাবে.. সেখান থেকে তার পরবর্তী গন্তব্য রয়েছে নিউ আলিপুরের সুরচি সংঘ। এরপরই তিনি যাবেন বেহালা এলাকার একাধিক পুজো মণ্ডপে। যার মধ্যে রয়েছে বেহালা নূতন দল, বড়িশা ক্লাব। যে ক্লাবগুলো প্রতিবছরই পুজোর দিনগুলোতে ভিড় টানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 4 =