দুই গোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষে উত্তেজনা ছড়ালো নিশ্চিন্দা থানা এলাকায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: মঙ্গলবার ১০,অক্টোবর :: দুই গোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষে উত্তেজনা ছড়ালো নিশ্চিন্দা থানা এলাকায়। নিশ্চিন্দা থানার কালিতলা এবং সাহেববাগান এলাকায় এখনো চাপা উত্তেজনা রয়েছে। সোমবার রাতে ব্যবসার বখরা নিয়ে বৈঠকে দুই পক্ষের বচসা থেকে ঘটনার সূত্রপাত বলে জানা গেছে। বৈঠক শেষ হওয়ার ঘন্টাখানেক পরে আচমকাই এক গোষ্ঠীর ওপর অন্য গোষ্ঠী হামলা চালায়।

তা থেকেই সংঘর্ষ বেধে যায়। দুপক্ষের কয়েকশো সমর্থক পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনার জেরে বালির কালিতলা, সাহেব বাগান সহ বেশকিছু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় আহত অন্তত চার জন। সংঘর্ষ থামাতে গিয়ে কয়েকজন পুলিশ কর্মীও আক্রান্ত হন এদিন। অশান্তি থামাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। রাত পর্যন্ত মোট ৪২ জনকে আটক করা হয়েছে।

নিশ্চিন্দা থানার পুলিশ ছাড়াও কাছাকাছি বালি, বেলুড়, লিলুয়া থানার পুলিশও হাজির হয় সংঘর্ষ থামাতে। পরিস্থিতি নিয়ন্ত্রণ এলাকায় বিশাল র‍্যাফ মোতায়ন করা হয়েছে এলাকায়। মঙ্গলবার সকালে ফের ঝামেলা বাধে। গত রাত থেকে বেশ কয়েকটি বাড়ি ও একটি বারে ভাঙচুর চালায় দুস্কৃতিরা।

এদিন সকালে ঘটনাস্থলে আসেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। তিনি জানান দুষ্কৃতীরা বিজেপির সাথে হাত মিলিয়ে এসব করেছে।তাদের দলের কর্মীদের ওপর আক্রমণ করেছে।প্রাথমিকভাবে ঘটনায় পুলিশের দুর্বলতার দিকেও আঙুল তুলেছেন। এদিন নিশ্চিন্দা থানাতেও যান কল্যাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =