লালবাজার সূত্রে জানা গিয়েছে, পুলিশ কমিশনার শহরের বিভিন্ন প্রান্তের ৮টি পুজো মণ্ডপ পরিদর্শন করবেন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ১২,অক্টোবর :: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি পুজোর। তারপরে মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে যাবে দর্শনার্থীদের ভিড়। এবার পুজোয় বিদেশীদের ভিড় বাড়বে বলে মনে করছে পুলিশ। তাই স্বাভাবিকভাবে প্রতিবারের মতো এবারও পুজো মণ্ডপগুলি দর্শনার্থীদের সুরক্ষায় কতটা ব্যবস্থা নিচ্ছে তা জানতে ইতোমধ্যেই মণ্ডপ পরিদর্শন করা শুরু করল কলকাতা পুলিশ।

ইতোমধ্যেই কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) সন্তোষ পাণ্ডে কলকাতার বিভিন্ন পুজো মণ্ডব পরিদর্শন করেছেন। আর আজ থেকে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল শহরের মণ্ডপগুলি পরিদর্শন করা শুরু করলেন। লালবাজার সূত্রে জানা গিয়েছে, পুলিশ কমিশনার শহরের বিভিন্ন প্রান্তের ৮টি পুজো মণ্ডপ পরিদর্শন করবেন।

পুলিশ কমিশনার আজ প্রথম পরিদর্শন করেন একডালিয়া এভারগ্রিনের পুজো। এরপর বোসপুকুর শীতলা মন্দির, দেশপ্রিয় পার্ক, ত্রিধারা সম্মিলনী, চেতলা অগ্রণি, সুরুচি সংঘ পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে। মধ্য কলকাতার কলেজ স্কয়ার ও বেহালার নূতন দলের পুজো মণ্ডপও পরিদর্শন করবেন পুলিশ কমিশনার বলে পুলিশ সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + one =