কাল থেকেই শিলিগুড়ি শহরের প্রতিটি নদীর ঘাটেই কড়া পুলিশি বন্দোবস্ত ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে।

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১৪,অক্টোবর :: আজ মহালয়া। অমাবস্যার অন্ধকার পেরিয়ে আলোকজ্জ্বল দেবীপক্ষকে আগমনের দিন। মহা লগ্ন নিয়ে আসে ‘মহালয়া’। তর্পণের শেষে আজ সূর্যপ্রণাম করে দেবীকে আহ্বান করে বলা হয়— শোক, তাপ, দুঃখ, অমঙ্গল, অন্ধকার কাটিয়ে আলোকে উত্তরণের এগিয়ে নিয়ে চলো দেবী।

এই তর্পনের মধ্যে দিয়েই শুরু হয় উৎসব। প্রতি বছরই আজকের দিনে বিভিন্ন নদীর ঘাটে সূর্যদেব এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। এবছরও তার অন্যথা হয়নি।এদিন শিলিগুড়ির মহানন্দা ঘটে পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনায় জল ও তিল অর্পন করেন। কাল থেকেই শিলিগুড়ি শহরের প্রতিটি নদীর ঘাটেই কড়া পুলিশি বন্দোবস্ত ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে। মহানন্দার ঘাট এলাকায় ছিল পুলিশ কড়া নজরজারি।স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 11 =