নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ১৬,অক্টোবর :: আজকে দ্বিতীয়া। কিছুক্ষণের বিধানসভা অধিবেশনের জন্য সমস্ত বিধায়কদের ডাকার কোন মানে নেই। আমরা বিজেপির বিধায়করা বেতন বৃদ্ধি নিয়ে লালাইত নই।
ডিসেম্বরে অধিবেশন ছিল। তখন এই বিলটি তুললেই হত। আজকের এই পুজোর দিনের ডাকার অর্থ কি ? সম্পূর্ণ বেআইনিভাবে এই বিলটি তোলা হয়েছে বিধানসভা অধিবেশনে।
রাজ্যপাল সম্মতি দেননি। আমরা এর তীব্র প্রতিবাদ করেছি হাউসে। ওরা তো পালিয়ে গেছে। বিলটা তুলেই পালিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এগুলো। এটা কোন উন্মাদের রাজ্যে বাস করছি: শুভেন্দু অধিকারী। যারা তৃণমূলের ফাউন্ডার মেম্বার তারাই তো হারিয়ে গেছে।
সুব্রত বকশির কাছে যতটা ফোন আসে, তার থেকে অনেক বেশি ফোন আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পি এর কাছে। প্রতিদিন ১২ টা আইপিএস ৫০ জন পুলিশ অফিসার ফোন করে। এটা একটা কোম্পানি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কোম্পানির মালিক