দুর্গাপূজা উপলক্ষে পাঁচ হাজার অধিক দুস্থদের খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ নিস্তার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি তরফে

কুমার মন্ডল   :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১৭.অক্টোবর :: উৎসবকে সর্বজনীন করার এক টুকরো প্রয়াস। যে কোনো উৎসব তখনই সার্বজনীন ও আনন্দময় হয় যখন সমাজের বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটে ওঠে। বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই উৎসবে দুস্থ অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছেন সুবিখ্যাত ও স্বনামধন্য চিকিৎসক ডক্টর আব্দুল নিস্তার।

হাজী মোহাম্মদ কুতুবউদ্দিন ও হাজিায়ান ফাতেমা বিবির স্মৃতির উদ্দেশ্যে ও ডক্টর নিস্তার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোসাইটির উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ হয়ে গেল আজ রবিবার। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর মোহনা এলাকায় নার্সিংহোম থেকে দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ করা হলো।

আনুমানিক পাঁচ হাজার অধিক মহিলা, পুরুষ ও শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। মালদা জেলার সমস্ত ব্লকগুলির মধ্যে চুয়াল্লিশটি গ্রামের দুস্থদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় ডক্টর নিস্তার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোসাইটির উদ্যোগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =